‘জওয়ান’কে টেক্কা দিয়ে ফিল্মফেয়ারে ছক্কা হাঁকাল ‘স্যাম বাহাদুর’
ODD বাংলা ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় ফিল্মফেয়ার। ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিন বসছে ৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। সারাবছর এই অনুষ্ঠানের পথ চেয়ে বসে থাকেন ভারতীয় সিনেপ্রেমীরাও। এ বারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসেছে গুজরাটের গান্ধীনগরে। মহাত্মা গান্ধী কনভেনশন অ্যান্ড এক্সিবিসন সেন্টার সেজে উঠেছে সোনালী আলোয়। প্রথমদিন অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় ছিলেন অভিনেতা অপারশক্তি খুরানা এবং করিশ্মা তান্না। এক কথায় চাঁদের হাট যাকে বলে। শনিবার (২৭ জানুয়ারি) একটি অনুষ্ঠানের মাধ্যমে ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের প্রথম পর্বের শুভসূচনা হয়। এ দিন টেকনিক্যাল বিভাগে যোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরষ্কার। টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়। আর প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে ‘স্যাম বাহাদুর।’ একটি নয় তিন-তিনটি বিভাগে সেরার পুরষ্কার জিতে নিয়েছে এই ছবি। বক্স অফিসে ৯১৭ কোটি টাকা আয় করেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। অন্যদিকে ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’-এর আয় ১২৮ কোটি টাকা। তবে ফিল্মফেয়ারের টেকনিক্যাল অ্যাওয়ার্ডে ‘অ্যানিম্যাল’, ‘জওয়ান’দের মাত দিল ভিকির ছবি। এই বিভাগে সবচেয়ে বেশি পুরস্কার এই ছবির ভাগেই।
Post a Comment