কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

ODD বাংলা ডেস্ক: মকর সংক্রান্তিতে মিলেছে শীতসুখ। কিন্তু, ফের একবার চড়বে তাপমাত্রার পারদ। অন্তত এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে ফের রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা, বাড়বে তাপমাত্রার পারদ। আগামী দুই থেকে তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, মঙ্গলবারও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার একাধিক জেলার আকাশ হালকা মেঘলা থাকবে। এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.