অযোধ্যায় প্রকাশ্যে এল আবরণমুক্ত রামলালার মূর্তির ছবি

ODD বাংলা ডেস্ক: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আর মাত্র দুই দিনের অপেক্ষা। শেষ মুহূর্তের ফিনিশিং টাচ চলছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজোপাঠ-আচার বিধি। বৃহস্পতিবার গর্ভগৃহের আসনে উপবিষ্ট হয়েছেন রামলালার। গর্ভগৃহের আসনে উপবিষ্ট রামলালার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। কাপড়ে আচ্ছাদিত রামলালার বিগ্রহটিকে বসানো হয়েছে গর্ভগৃহের আসনে। রামলালার ৫১ ইঞ্চির এই মূর্তির মুখ ও হাত হলুধ কাপড়ে ঢাকা। এটি ভগবান শ্রী রামের পাঁচ বছরের শিশু রূপ। রামলালার মূর্তির দৈর্ঘ্য ৫১ ইঞ্জি। উচ্চতা ৭ ফুট ১০ ইঞ্চি। ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। ১৯ জানুয়ারি রয়েছে একাধিক আচার-বিধি পালনের অনুষ্ঠান। সকাল ৯টায় অরণিমন্থন। তার আগে গণেশ ও অন্য দেবদেবীর পুজো। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.