দক্ষিণেশ্বর নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার!

ODD বাংলা ডেস্ক: দক্ষিণেশ্বর স্টেশনের পরিকাঠামোকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে প্রয়োজন মেট্রো লাইন আরও কিছুটা সম্প্রসারণের। কিন্তু যেখানে সম্প্রসারণ হবে সেখানে রয়েছে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের প্রবেশ ও বাহির পথ। তাই স্কাই ওয়াকের সেই অংশকে ভাঙতে অনুরোধ করে রাজ্যকে চিঠি দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই চিঠিকে হাতিয়ার করে বাঙালীর ধর্মীয় আবেগ উসকে দিলেন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, মন্দিরের গর্ভগৃহ থেকে প্রায় ৫০০ মিটার দূরে স্কাইওয়াকের প্রবেশপথ ভাঙতে বলা মন্দির ভাঙতে বলার সামিল!নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, ‘ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে, ৮ – ১০টা মিটিং করে.... এমনকী কোর্টে কেস পর্যন্ত হয়েছে। সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল। অনেক সাধারণ মানুষ ছিলেন। তাদের সবাইকে বুঝিয়ে। অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট পরিষ্কার করার জন্য আমি এই স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়েক একটা মণিমুক্তর মতো। প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ নয়। ওটা সাধু সন্তদের কাজ। পুরোহিত - ইমামদের কাজ। আমাদের কাজ পরিকাঠামো তৈরি করা’। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.