রাম মন্দিরের পর এবার দুর্গাপুজোয় নজর বিজেপির! শারোদোৎসবে আর্থিক অনুদান কেন্দ্রের
ODD বাংলা ডেস্ক: এবার রাজ্যের দুর্গাপুজোগুলিকে আর্থিক অনুদান দেবে মোদি সরকার। রামমন্দির উদ্বোধনের পর এবার বাংলার ধর্মীয় আবেগ ‘উসকে’ দিতে বড় পদক্ষেপ মোদি সরকারের। সরকারি অনুদানের টাকার অঙ্কটা ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে থাকবে। তবে রাজ্যের সমস্ত ক্লাব নয়, বাছাই করা মাত্র ৩৫টি ক্লাব পাবে এই অনুদান। কীসের ভিত্তিতে ক্লাব বাছাই হবে তা অবশ্য এখনও অজানা। স্বাভাবিক ভাবেই লোকসভা ভোটের আগে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের এমন উদ্যোগের নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। রবিবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই ৩৫ ক্লাবের হাতে টাকা তুলে দেওয়া হবে। এই তালিকায় কলকাতারও তিনটি নামী পুজো রয়েছে বলে খবর। রামমন্দির উদ্বোধনের পরই এবার বাংলার সবচেয়ে বড় উৎসবকে অনুদান দিতে চলেছে কেন্দ্র। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রামই দুর্গাপুজো শুরু করেন বাংলায়। অকাল বোধনই আসল বোধন। তাই অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর পরই বড় সিদ্ধান্ত।” যদিও এই সিদ্ধান্ত নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।
Post a Comment