রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি অনুদান দিলেন এই ব্যক্তি, টাকার অঙ্কটা জানেন?
ODD বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ২২ জানুয়ারি নব নির্মিত রাম মন্দিরের দ্বারোঘাটন করবেন। রামলালাকে প্রতিষ্ঠা করা হবে গর্ভগৃহে। এই আবহে রাম মন্দির তৈরিতে ব্যক্তিগত ভাবে সর্ববৃহৎ অর্থ প্রদানকারী এক আধ্যাত্মিক গুরুর নাম সামনে এসেছে।এখনও পর্যন্ত সরযূ পাড়ের দেবালয় তৈরিতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে, এমনটাই খবর রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে। মোরারি বাপু রয়েছে অর্থ প্রদানকারীদের তালিকায়। মন্দির নির্মাণকারী ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ১১.৩ কোটি টাকা ব্যক্তিগত ভাবে অনুদান দিয়েছেন মোরারি বাপু। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ভক্তদের থেকে মিলেছে আট কোটি টাকা। বিদেশ থেকে তাঁর ব্যক্তিগত ভাবে অর্থ সাহায্য পাঠিয়েছেন রাম মন্দির নির্মাণের জন্য।ব্যক্তিগত ভাবে তিনি রাম মন্দির তৈরিতে সবচেয়ে বেশি টাকা অনুদান দিয়েছেন বলে জানা গিয়েছে।গুজরাটের ভাবনগরে রাম ভক্ত মোরারি বাপুর জন্ম নিয়েছিলেন ১৯৪৬ সালে। সূত্রের খবর, মাত্র ১২ বছর বয়সেই তুলসীদাস রচিত 'রামচরিতমানস'-র হাজারের বেশি শ্লোক মুখস্থ করে ফেলেছিলেন তিনি। ১৪ বছর বয়সে পা দেওয়ার পর মোরারি বাপু বিভিন্ন জায়গায় রাম কথা আবৃত্তি করতেন। এরপর ধীরে ধীরে অধ্যাত্মিক গুরু হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর।
Post a Comment