'রামলালা বদলে গিয়েছেন, এ তো আমার তৈরি মূর্তি নয়!' দাবি স্বয়ং শিল্পীর
ODD বাংলা ডেস্ক: রামলালার মূর্তির রূপ বদলে গিয়েছে। এমনটাই মন্তব্য করলেন কারিগর অরুণ যোগীরাজ। মাইসুরুর এই শিল্পীর বক্তব্য, 'প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার যে রূপ দেখতে পাচ্ছি তা সম্পূর্ণ আলাদা। অলংকার পরার পর বদলে গিয়েছে সেই মূর্তি।'অরুণ যোগীরাজ আরও বলেন, 'লালাকে একদম অন্যরকম দেখতে লাগছে। মনে হচ্ছে যে এ আমার তৈরি মূর্তিই নয়। অলংকার পরার পর ভগবান রামেপ রূপ সম্পূর্ণ বদলে গিয়েছে।' সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি ইন্টারভিউতে এমনটাই জানিয়েছেন দক্ষিণের এই ভাস্কর্য শিল্পী। তাঁর বক্তব্য, 'নির্মাণের সময় অন্যরকম ছিলেন রামলালা। প্রাণ প্রতিষ্ঠার পর তা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। আমার মনে হচ্ছে, এটা আমার তৈরি মূর্তিই নয়। এই মূর্তিটিকে তো একদম অন্যরকম দেখতে লাগছে। ভগবান ভিন্নরূপ ধারণ করেছেন। অলংকার ধারণের পর রামলালাকে একদম অন্যরকম দেখতে লাগছে।'
Post a Comment