মাত্রাতিরিক্ত ভিড় সামালাতে হিমশিম, উদ্বোধনের পর দিনই রাম মন্দিরের গেটে আটকানো হল ভক্তদের


ODD বাংলা ডেস্ক: সোমবারই ২২ জানুয়ারি মহা সমারোহে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে হয়েছে উদ্বোধন। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। ২৩ জানুয়ারি থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে সাধারণ ভক্তদের জন্য। সকাল থেকেই অযোধ্যায় উপচে পড়া ভিড়। রাম মন্দিরে প্রচণ্ড ভিড়ের কারণে মন্দিরে আপাতত প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। রাম মন্দিরের প্রবেশপথেই ভক্তদের আটকে দেওয়া হয়। অভ্যন্তরীণ গর্ভগৃহে ভক্তদের প্রচণ্ড ভিড়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০-১১টার দিকে ভিড় বাড়তে থাকায় রাম মন্দিরের প্রবেশপথে ভক্তদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। প্রবেশদ্বারে অপেক্ষারত ভক্তদের কথায়, 'রামের দর্শন পেতে অপেক্ষা করতে আমাদের কোনও আপত্তি নেই। নিয়ম মেনে হাঁটলেই সহজেই প্রবেশ করা যাবে মন্দিরে।' ভক্তদের ভিড় দেখে রামলালার প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.