রামমন্দির উদ্বোধনের দিনে ঘোষণা করে দেওয়া হল ছুটি!
ODD বাংলা ডেস্ক: বহু স্কুলেই ২২ জানুয়ারির দিন ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু শুধু স্কুল নয়, ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাজ্যের অফিস-কাছারিতেও। উপলক্ষ্য? বোঝাই যাচ্ছে, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে। রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসবেন প্রায় ৭০০০ অতিথি। থাকবেন বহু বিদেশি প্রতিনিধি। থাকবেন বিনোদন ও খেলার জগতের বহু দেশীয় তারকাও। থাকছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অমিতাভ বচ্চনের মতো হেভিওয়েট। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে আগেই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করার কথা বলেছিলেন। স্কুল বন্ধ থাকবে ছত্তীসগঢ়েও। পাশাপাশি ঘোষণা করা হবে রেলের বিশেষ স্কিম। গোয়াতেও এদিন পাবলিক হলিডে ঘোষিত। হরিয়ানাতেও বন্ধ রাখা হবে স্কুল। হরিয়ানায় ওইদিন মদের দোকানও বন্ধ থাকবে।
Post a Comment