মকর সংক্রান্তিতে রেকর্ড ঠান্ডা দেশে, কতদিন চলবে শৈত্যপ্রবাহ?

 
ODD বাংলা ডেস্ক: কাঁপছে দিল্লি। রাজধানীতে সোমবার মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমেছে ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে। সফদরজংয়ে দিল্লির স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শহরের লোধি রোড এলাকায়। সেখানে পারদ নেমেছে ৩.১ ডিগ্রি সেলসিয়াসে।রবিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তার থেকেও কমে সোমবার পারদ পৌঁছে গিয়েছে ৩.৩ ডিগ্রিতে। শুক্রবার থেকেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি কম রয়েছে। এদিন সকাল থেকে ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।সোমবার মকর সংক্রান্তি উপলক্ষে ভোর থেকেই চলছে পুণ্য স্নান। তার মধ্যেই রেকর্ড শৈত্যপ্রবাহ রাজ্যে রাজ্যে। ঘন কুয়াশা আর রেকর্ড পারদ পতনে কনকনে ঠান্ডা উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর মধ্য প্রদেশ এবং রাজস্থানের কিছু এলাকা ও বিহারে সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রির নীচে থাকবে আগামী কয়েকদিন। উত্তর ভারতে শীত এই মরশুমে সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.