রামই সংবিধান রচয়িতাদের অনুপ্রেরণা, ‘মন কি বাতে’ বললেন মোদী

ODD বাংলা ডেস্ক:  প্রজাতন্ত্র দিবসের পরের রবিবার মন কি বাত রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় উঠে এল সংবিধান থেকে রামমন্দির-সহ বিভিন্ন প্রসঙ্গ। তিনি বলে দিলেন, সংবিধান রচয়িতারাও রামের দ্বারাই অনুপ্রাণিত। রবিবার ছিল মোদির ‘মন কি বাতে’র ১০৯তম পর্ব তথা ১০ বছরের পূর্তি। যেখানে ভারতীয় ক্রীড়াক্ষেত্র থেকে আয়ুর্দেব চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে কথা বললেন মোদি। তবে শুরুতেই উঠে আসে সংবিধান প্রসঙ্গ। তিনি বলেন, বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। আসল সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটিতে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। আর তৃতীয় খণ্ডটির শুরুটা সংবিধান রচয়িতারা ফাঁকা রেখেছিলেন রাম-সীতা ও লক্ষ্মণের ছবি বসানোর জন্য। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে দাবি করেন নমো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.