মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় মারুন, সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রতিবাদে তৃণমূল
ODD বাংলা ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় মারুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য ঘিরে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সুকান্তের মন্তব্যের প্রতিবাদ করছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা, কাকলী ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্ররা৷সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সুকান্ত মজুমদার সভা করেছেন। সেখানেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও প্রাথমিক স্কুল সম্পর্কে বক্তব্য রেখেছেন। প্রাথমিকের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এই তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজাসাপ্টা নিশানা করেছেন তিনি।বর্তমান শিক্ষামন্ত্রীও জেলে যাবেন। এমনই মন্তব্য করেছেন সুকান্ত। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন। পড়ুয়ারা কিছু শিখতে পারছেন না। এমনই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির।তারপরেই মুখ্যমন্ত্রীকে নিশানায় রেখে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার৷ সাধারণ অভিভাবকদের কাছে তিনি অনুরোধ করেছেন, বাচ্চারা পড়া না পারলে তাদের মারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড়টা মারুন। তিনিই এজন্য দায়ী। দুর্নীতির সঙ্গে জড়িতরা সকলেই ধরা পড়বে। এমনই দাবি করেছেন সুকান্ত।
Post a Comment