রাজ্যে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা, রইল তালিকা

ODD বাংলা ডেস্ক: জানুয়ারির শেষে মাঝ সপ্তাহেই শীতের সঙ্গে দোসর হয়ে আসছে বৃষ্টি। আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গল থেকেই নতুন ইনিংস শুরু করতে পারে বৃষ্টি। বিভিন্ন জেলায় রয়েছে মাঝ-মাঘের বৃষ্টির পূর্বাভাস। এদিকে, হাড় কাঁপানো ঠান্ডায় কাবু উত্তর ভারত। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় - সপ্তাহের শুরু থেকেই ঠান্ডা তুলনামূলক কম অনুভূত হতে শুরু করেছে। সেই ধারা মঙ্গলেও বজায় থাকতে পারে। এদিকে, মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি বিভিন্ন জায়গায় হতে পারে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হবে একটি উচ্চচাপ বলয়। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে, ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই দুইয়ের প্রভাবে হতে পারে বাংলায় অকাল বৃষ্টি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। তবে আপাতত কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। তবে সপ্তাহের শেষে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.