শীতে বৃষ্টির ভ্রুকুটি, কোন কোন জোলা ভিজবে আজ
ODD বাংলা ডেস্ক: শীতে বৃষ্টির ভ্রুকুটি। বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে আবহাওয়া বদলাবে। বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ধীরে ধীরে শীতের দাপট কমবে, বাড়বে তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দিনভর মেঘলা আকাশ থাকবে। ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়েছে রাজ্যে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতি আশঙ্কা। আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিঙে তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা। তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা। সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।
Post a Comment