সপ্তাহন্তে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, কবে-কোথায়, কী বলছে হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।  এর জেরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায়। জানা যাচ্ছে, অসমের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার উপকূলের ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তবে বুধবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। উল্টে  শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। কয়েকটি জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.