দক্ষিণে চড়ছে পারদ! মাঘ মাসেই বিদায় নিল শীত? ফের ভিজবে কোন কোন জেলা

ODD বাংলা ডেস্ক: এবারের শীতে অসময়ের বৃষ্টিতে কেটেছে দিন। মাঝে কেবল কয়েকদিনের বিরতি। ফের হাওয়া বদলের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মিলেছে বৃষ্টির পূর্বাভাস। রাজ্য জুড়ে ইতিমধ্যে শীত বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আগামী তিন দিনে আরও দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। বৃষ্টির পর সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য কমলেও নতুন করে জাকিঁয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে পুবালি হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.