একই প্যান দিয়ে ১০০০ অ্যাকাউন্ট, তথ্যচুরির আশঙ্কা, শাস্তি পেল Paytm!


ODD বাংলা ডেস্ক: একই প্যানকার্ড সংযুক্ত ১,০০০-র বেশি গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে, লাগাতার গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন, ভুয়ো রিপোর্ট দাখিল, লাইসেন্সিং শর্তের চূড়ান্ত লঙ্ঘন - এমনই সব কারণে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর শাস্তির খাঁড়া নেমে এসেছে বলে খবর। এক রিপোর্টে জানানো হয়েছে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যে কাজ চলছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। অবশেষে গত বুধবার সরকারিভাবে আরবিআইয়ের তরফে ঘোষণা করা হয় যে আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগ দিয়ে অনলাইনে কোনও টাকা দেওয়া যাবে না। জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। শুধুমাত্র যে গ্রাহকদের অ্যাকাউন্ট বা ওয়ালেটে টাকা থাকবে, তাঁরাই ২৯ ফেব্রুয়ারির পরও অনলাইনে টাকা দিতে পারবেন। যতদিন টাকা থাকবে, ততদিন তাঁরা সেই সুযোগ পাবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.