'জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজো চলবে!' হাইকোর্টের রায়ে ধাক্কা মুসলিম পক্ষের
ODD বাংলা ডেস্ক: সোমবার এলাহাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দেয়। অর্থাৎ জ্ঞানবাপী মসজিদের 'ব্যস জি কা তয়খানাতে' হিন্দুদের পুজোপাঠ জারি থাকবে। কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট কী ভাবে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো করার অনুমতি পায়, এই নিয়ে আপত্তি তুলেছিল মুসলিম পক্ষ। কিন্তু, এলাহাবাদ হাইকোর্টে এদিন বারাণসী জেলা বিচারকের ৩১ জানুয়ারির রায়ই বহাল রাখল। অর্থাৎ হিন্দুরা জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো চালিয়ে যেতে পারবে। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ এদিন এই রায় দেয়। হিন্দু পক্ষের এই জয়ের পর আইনজীবী বিষ্ণু শংকর জৈন বলেন, 'আঞ্জুমান ইন্তেজামিয়ার প্রথম আবেদনই খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ১৭ এবং ৩১ জানুয়ারি বারাণসী জেলা আদালতের রায় বহাল রাখার কথা জানিয়েছে হাইকোর্ট। অর্থাৎ জ্ঞানবাপী মসজিদের ব্যস জি কা তয়খানাতে পুজো চলবে।'
Post a Comment