নদীগর্ভ থেকে উঠে এল ''দ্বিতীয় রামলালা", প্রাচীন বিষ্ণুমূর্তি-কে ঘিরে উত্তাল গোটা দেশ
ODD বাংলা ডেস্ক: নদীগর্ভ থেকে উঠে এল বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গ। তেলঙ্গানা-কর্নাটক সীমানায় অবস্থিত রাইচূড়ে নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছিল। সেই সময়ই নদীগর্ভ থেকে বেশ কয়েক শতক পুরনো ওই বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গটি উঠে আসে। উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গটি খুব কম করে হলেও ১০০০ বছর পুরনো বলে জানা গিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) হাতে সেগুলি হস্তান্তর করা হয়েছে।কর্নাটক সীমানাবর্তী রাইচূড় জেলার দেবসাগর গ্রাম সংলগ্ন কৃষ্ণা নদীতে সেতু নির্মাণের লক্ষ্যে খননকার্য চলছিল। খননকার্য চলাকালীন নদীগর্ভে কিছু একটিতে ধাক্কা লাগে। জলের নিচে ঠিক রয়েছে দেখতে কৌতূহলী হয়ে পড়েন সকলে। সেই মতো ওই বস্তু তুলে আনার কাজ শুরু হয়, তাতেই নদীগর্ভ থেকে ওই বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গটি উঠে আসে।এমন ঘটনায় বাকরুদ্ধ হয়ে যান নির্মাণ শ্রমিকরা। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। সেখান থেকে খবর যায় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগে। নদীগর্ভ থেকে তুলে আনা ওই মূর্তি এবং শিবলিঙ্গ শেষ পর্যন্ত ASI-এর হাতেই তুলে দেওয়া হয়। প্রাথমিক ভাবে, সেগুলি ১০০০ বছর পুরনো বলে মনে করা হচ্ছে। তবে আরও পরীক্ষা নিরীক্ষার পর বিশদ তথ্য সামনে আনা হবে।
Post a Comment