বাতিল পৃথক মুসলিম বিবাহ আইন
ODD বাংলা ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধিতে আরও একধাপ এগিয়ে গেল অসম সরকার। মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন বাতিল নিয়ে করা পদক্ষেপ তারই ইঙ্গিত। এবার থেকে অসমে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ দুটিই হবে দেশের অন্য প্রান্তের সঙ্গে তাল রেখে। কোনও একটি আলাদা জাতির ক্ষেত্রে পৃথকভাবে কোনও আইন থাকবে না। চলতি মাসের শুরুতেই উত্তরাখণ্ড দেশের প্রথম রাজ্য হিসাবে এই আইন পাশ করেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে অসমে বিজেপি শাসিত সরকার। ২৮ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই প্রস্তাব রাখতে চলেছে হিমন্ত বিশ্বশর্মার সরকার। অসমের মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া জানিয়েছেন, এবার থেকে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এই দুটি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে হবে। অসমের ৯৪ জন মুসলিম রেজিস্ট্রারকে তাঁদের কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে। বদলে তাঁদেরকে এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এবার থেকে জেলার রেজিস্ট্রাররাই অন্য সবের মধ্যেই এই কাজগুলি করবেন। এর পাশাপাশি বাল্য বিবাহ রুখতেও এই ব্যবস্থা বিশেষ কার্যকরী হবে বলেই এই পদক্ষেপ অনেক বেশি দরকার বলেই জানান মন্ত্রী।
Post a Comment