মথুরায় মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিলেন ঔরঙ্গজেব! কৃষ্ণ জন্মভূমি মামলায় বড় আপডেট ASI-এর


ODD বাংলা ডেস্ক: এবার সামনে এল মথুরার শাহি ইদগাহ মসজিদের ASI রিপোর্ট। RTI-এর জবাবে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ তথা ASI মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির কমপ্লেক্স সম্পর্কে ১৯২০ সালের একটি গেজেটের ঐতিহাসিক রেকর্ডের উপর ভিত্তি করে তথ্য প্রকাশ করেছে।১৯২০ সালের নভেম্বরের গেজেট থেকে একটি উদ্ধৃতি উল্লেখ করে ASI জানিয়েছে, 'কাটরা ঢিবির অংশগুলি নাজুল প্রজাদের দখলমুক্ত ছিল। এক সময় এখানে কেশবদেবের একটি মন্দির ছিল। পরে যা ভেঙে তৈরি হয় মসজিদ। এই জায়গায় মুঘল সম্প্রাট ঔরঙ্গজেবের আমলে মসজিদ তৈরি হয়।উত্তর প্রদেশের ময়নপুরীর বাসিন্দা অজয় প্রতাপ তথ্য জানার অধিকার আইন তথা RTI-এর আওতায় দেশের মন্দিরগুলির সম্বন্ধে তথ্য জানতে চেয়েছিলেন। সেখানে জানতে চাওয়া হয়েছিল শ্রীকৃষ্ণের জন্মস্থান সম্পর্কেও। এর প্রতিক্রিয়ায় ASI ব্রিটিশ শাসনামলে ১৯২০ সালে প্রকাশিত একটি গেজেটের রিপোর্টের তথ্য উল্লেখ করেছে। রিপোর্ট অনুয়ায়ী, আগে মসজিদের জায়গায় কাটরা কেশবদেবের মন্দির ছিল। পরে সেই মন্দির ভেঙে নির্মাণ করা হয় মসজিদ। অজয় প্রতাপ সিং কেশবদেবের মন্দির ভাঙা হয়েছিল কিনা সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য চেয়েছিলেন। কৃষ্ণ জন্মভূমি মন্দির কমপ্লেক্সের অংশ বলে দাবিও করেছিলেন। RTI উত্তরে বিশেষ ভাবে 'কৃষ্ণ জন্মভূমি' শব্দগুলি উল্লেখ না করা হলেও মুঘল সম্রাট কর্তৃক বিতর্কিত স্থানে কেশবদেবের একটি মন্দির ধ্বংসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ASI-এর রিপোর্টে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.