১১ দিনে ২৫ লাখ ভক্তের ভিড় অযোধ্যায় ! কত টাকা জমা পড়ল প্রণামী বাক্সে

ODD বাংলা ডেস্ক: উদ্বোধনের পর থেকেই অযোধ্যার রাম মন্দিরে রামলালার অনুদানের বন্যা। প্রতিদিন কোটি কোটি টাকা অনুদান জমা পড়ছে প্রণামী বাক্সে। ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল রাম মন্দিরের। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় রাম মন্দির। ২২ জানুয়ারি শুধুমাত্র বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিরাই রামলার দর্শন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রকাশ্যে এসেছে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কত টাকা অনুদান জমা পড়েছে তার হিসেব-নিকেশ। গত ১১ দিনে রামলালার দান বাক্সে জমা পড়েছে ১১ কোটি টাকা। ১১ দিনে ২৫ লাখ ভক্ত দর্শন করেছেন।রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অনুসারে, গত ১০ দিনে প্রায় ৮ কোটি টাকা দান বাক্সে জমা পড়েছে। অনলাইনে জমা পড়েছে ৩.৫০ কোটি টাকা। ট্রাস্ট অফিসের ইনচার্জ প্রকাশ গুপ্তা জানিয়েছেন, গর্ভগৃহের সামনে দর্শন পথের কাছে চারটি বড় দান বাক্স রাখা হয়েছে। সেই বাক্সগুলিতেই ভক্তরা প্রণামী জমা করছেন। এছাড়াও ১০টি কম্পিউটারাইজড কাউন্টারেও অর্থ দান করছেন ভক্তরা। কর্মচারীরা সন্ধ্যায় কাউন্টার বন্ধ করার পর ট্রাস্ট অফিসে প্রাপ্ত অনুদানের হিসাব জমা দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.