মার্চে প্রায় অর্ধেক মাসই বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তালিকা

ODD বাংলা ডেস্ক: চলতি বছরের মার্চে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? সেই তালিকা এবার প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। এর মধ্যে রয়েছে শনি ও রবিবার। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছুটির দিনগুলি জানিয়ে দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।RBI-র তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, মার্চে মোট ১৪ দিন ব্যাঙ্কে থাকবে ছুটি। অর্থাৎ মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। যদিও রাজ্য ভেদে এই ছুটিতে রয়েছে তারতম্য। তবে সব জায়গাতেই দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কের ছুটিগুলিকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হল উৎসবের ছুটি এবং অপরটি শনি-রবিবারের সাধারণ ছুটি। মার্চে উৎসবের জন্য ব্যাঙ্ককর্মীরা মোট ৭ দিন ছুটি পাবেন। মার্চে উৎসবের ছুটির মধ্যে গুরুত্বপূর্ণ হল মহাশিবরাত্রি ও দোল উৎসব। এছাড়াও রয়েছে উত্তর পূর্বের রাজ্য়ের উৎসব ও বিহার ডে। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ শনি ও রবিবার মিলিয়ে মার্চে ছুটি থাকছে মোট ৭ দিন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.