হারিয়ে যাওয়া 'কাঁচা বাদাম' ফিরে পেলেন ভুবন বাদ্যকার
ODD বাংলা ডেস্ক: নিজের গান গাইতে গেলেও কপিরাইট! এমন ঘটনাই হয়েছে ‘কাঁচাবাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের। কপিরাইটের ফাঁদে পড়ে এমনই ঘটনা ঘটেছে শিল্পীর সঙ্গে। সংসারে নানা টানাপোড়েনের মাঝেও দিনের পর দিন এই সমস্যা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন শিল্পী। কিন্তু, কিছুতেই তিনি সমস্যা থেকে মুক্তি পেতে পারছিলেন না। অবশেষে তিনি খুব বড় সমস্যার সমাধান পেলেন। স্বাভাবিকভাবেই আবারও কপিরাইট ফেরত পেয়ে মুখে হাসি ফুটেছে ভুবন বাদ্যকরের। তবে কপিরাইট মামলায় আদালত কী রায় দেয়, সেটাই এখন দেখার। শিল্পীর কথায়, ‘এই গানটা যখন প্রথম বীরভূম থেকে ছড়িয়ে পড়ল, তখন সবাই শুরু করল রিমিক্স করতে। বাঁকুড়া থেকে বিশ্বজিৎ সাউ এসেছিলেন। তাঁকে কপিরাইট দিয়েছিলাম। তাঁর কাছেই কপিরাইট দিয়েছি। ওখান থেকে ঘুরে এসে ইলামবাজার থেকে একজন আসেন, যার নাম গোপাল ঘোষ। তিনি আমায় টাকা নিয়ে যাওয়ার কথা বলছিল বারবার। তিন লাখ টাকা দেওয়ার কথাও বলেছিল তাঁরা। তবে কোনওটাই নিজের অ্যাকাউন্ট থেকে দেয় না। দু’বার টাকা দিয়েছে ভাইয়ের অ্যাকাউন্ট থেকে। আমায় কিছু কাগজেও সই করিয়েছে। আমার সঙ্গে পুরো ফ্রড করেছে। ইংরেজি জানি না, সব সই করিয়ে নিয়েছে। এখন আমি কেস করেছি। এবার কপিরাইটও দিতে পারবে না আর।’
Post a Comment