চলতি মাসেই রাজ্যে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোট ঘোষণার আগেই সিদ্ধান্ত কমিশনের
ODD বাংলা ডেস্ক: সামনেই দেশে লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে ঘটতে চলেছে বেনজির ঘটনা। সূত্রের খবর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের নির্ঘণ্ট। তার আগে চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই রাজ্যে আসার কথা প্রায় ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে এই খবর। কিন্তু নির্বাচন ঘোষণার আগেই কেন কেন্দ্রীয় বাহিনী? উঠছে এই প্রশ্ন। সাধারণত দেখা যায়, ভোট ঘোষণা হওয়ার পর, অর্থাৎ রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসন পরিচালনার ক্ষমতা কমিশনের হাতে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এবার দেখা যাচ্ছে অন্য পথে হাঁটছে কমিশন। তবে ভোট ঘোষণার আগেই এমনটা করা যায় কি না, তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলছেন কেউ কেউ।
Post a Comment