সেপ্টেম্বরে ঘরে আসছে নতুন অতিথি, সুখবর দিলেন রণবীর-দীপিকা
ODD বাংলা ডেস্ক: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই জল্পনায় শিলমোহর বসালেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাডুকোন।দুই থেকে তিন হতে চলেছেন তারকা-দম্পতি। মা-বাবা হতে চলেছেন দীপিকা-রণবীর। নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাঁদের।সেপ্টেম্বর ২০২৪ নতুন সদস্য ঘরে আসবে তাঁদের। আজ বৃহস্পতিবার, সোশ্যাল মিডিয়ায় সেই কথা ঘোষণা করলেন যুগলে। ২০১৮ সালে গাটঁছড়া বাধেন এই তারকা দম্পতি। সম্প্রতি ৭৭তম বাফটা-য় উপস্থিত ছিলেন দীপিকা। হলিউডের সেই অ্যাওয়ার্ড শোয়ে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। হালকা মেকআপ, স্বল্প গয়নায় তাঁর থেকে চোখ ফেরানো দায়। মনে করা হচ্ছিল, শাড়িটি তিনি এমন ভাবেই পরেন, যাতে তাঁর স্ফীত মধ্যপ্রদেশ কারও চোখে না পড়ে। পাপারাৎজির ক্যামেরায় স্বচ্ছন্দে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোনও রকম অস্বস্তি ধরা পড়েনি তাঁর আচরণে।এই ঘটনার পরেই জল্পনা আরও গাঢ় হয়। তবে, এবার সুখবর জানিয়ে দিলেন অভিনেত্রী স্বয়ং, সঙ্গে রণবীরও। শুভেচ্ছায় ভাসছেন অনুরাগীরা।
Post a Comment