দিঘায় বেড়াতে গিয়ে সাড়ে ১১ টার মধ্যেই ফিরতে হবে হোটেলে, অমান্য করলে কড়া শাস্তি!
ODD বাংলা ডেস্ক: সম্প্রতি ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে দিঘায়৷ ছোটখাটো অন্যান্য অপরাধের শিকারও হচ্ছিলেন পর্যটকরা৷ এমন ঘটনা আটকাতে এবার দিঘায় কড়া ব্যবস্থা নিল পুলিশ প্রশাসন৷ এবার রাত সাড়ে ১১ টার পর থাকা যাবে না হোটেলের বাইরে। দিঘায় পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা প্রশাসনের। নিষেধাজ্ঞা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সৈকত শহরে দোকানপাটও সাড়ে ১১টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রপ্রেমীদের অন্যতম পছন্দের জায়গা সৈকত শহর দিঘা। এক-দুই দিনের ছুটি কাটাতে অনেকেই ঢুঁ মারেন পূর্ব মেদিনীপুর জেলার এই পর্যটন শহরে। রাত পর্যন্ত সমুদ্রপাড়ে বসে সমুদ্র উপভোগ করা দিঘার প্রচলিত এক রীতি। কিন্তু এবার গভীর রাত পর্যন্ত আর বসে থাকা যাবে না দিঘার সমুদ্রপাড়ে। নিষিদ্ধ করল দিঘা পুলিশ। সম্প্রতি, দিঘায় এক পর্যটক যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেপ্তার হয় অভিযুক্তরা। তবে সৈকত শহরে এমন ঘটনা ঘটায় শাসক ও বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। বারবার প্রশ্ন তোলা হয় নারী সুরক্ষা নিয়ে।
Post a Comment