১৪ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী
ODD বাংলা ডেস্ক: চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মন্দির। মন্দির উদ্বোধনের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতে নয়, এই মন্দির তৈরি হয়েছে বিদেশের মাটিতে।সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির কাছে অবস্থিত আবু মুরেইখা এলাকায় তৈরি হয়েছে বিএপিএস-এর হিন্দু মন্দির। ভারতের বাইরে যে সকল মন্দির রয়েছে, সেগুলির মধ্যে সর্ববৃহৎ হল এটি।৫.৪ হেক্টর জমির উপর তৈরি হয়েছে হিন্দু মন্দির। এই মন্দির নির্মাণে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি টাকা।১৮ লক্ষ ইট দিয়ে তৈরি করা হয়েছে হিন্দু মন্দির। মূলত গোলাপি রঙের বেলেপাথর এবং মার্বেল দিয়ে নির্মিত এই মন্দিরের শোভা দুর্দান্ত।মন্দিরের চারপাশে মোট সাতটি শৃঙ্গ রয়েছে। প্রতিটি শৃঙ্গ সংযুক্ত আরব আমিরশাহির এক একটি আমিরকে চিহ্নিত করে।৪০ হাজার ঘনমিটারের মার্বেল এবং ১ লক্ষ ৮০ হাজার ঘনমিটারের বেলেপাথর দিয়ে নির্মাণ করা হয়েছে হিন্দু মন্দির।
Post a Comment