গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে কুয়েতের রহস্যজনক নৌকা, মুম্বই জুড়ে আতঙ্ক, ২৬/১১-র পুনরাবৃত্তি?
ODD বাংলা ডেস্ক: ২৬/১১ হামলার স্মৃতি এখনও দগদগে। ২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগরের পথ দিয়েই পাকিস্তান থেকে মুম্বইয়ে পৌঁছেছিল আজমল কাসব ও তাঁর সঙ্গীরা। তারপরের ঘটনা সকলেই প্রায় জানা। ৬০ ঘণ্টা ধরে শহরে তাণ্ডব চালায় সন্ত্রাসবাদীরা। গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে অবস্থিত তাজ হোটেল থেকে শুরু করে হাসপাতাল, রেলস্টেশন, ইহুদি ধর্মীয় কেন্দ্রে হামলা চালায় পাকিস্তানী জঙ্গিরা। মৃত্যু হয় ১৬৬ জনের। মঙ্গলবার সেই হামলার স্মৃতিই ফিরে এল একবার। মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছেই হদিস মিলল এক রহস্যজনক মাছ ধরার বোটের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই নৌকাটি কুয়েতের। সঙ্গে সঙ্গে আটক করা হয় নৌকার তিন সওয়ারিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে “আবদুল্লা শরিফ” নামের একটি সন্দেহজনক নৌকাকে ইতি-উতি ঘুরে বেড়াতে দেখা যায়। নৌকাটি দেখে সন্দেহ হওয়ায় আটক করে পুলিশ। নৌকায় যে তিনজন ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নৌকাটি কুয়েতের। এরপরই আতঙ্ক ছড়ায়।
Post a Comment