বিনামূল্যে তাজমহলে প্রবেশ ও সমাধি দেখার দারুণ সুযোগ, জেনে নিন কবে থেকে

ODD বাংলা ডেস্ক: প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের রজব মাসের ২৫, ২৬ এবং ২৭ তারিখে শাহজাহানের তিন দিনব্যাপী উরস উৎসব পালিত হয় । এবার এই তারিখগুলি ৬, ৭ এবং ৮ ফেব্রুয়ারি পরেছে । এ বছর শাহজাহানের ৩৬৯তম উরস । শাহজাহানের উরস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম জাইদি জানান, মুঘল সম্রাট শাহজাহানের ৩৬৯তম তিন দিনব্যাপী উরস চলবে ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত । ৬ ফেব্রুয়ারি দুপুর ২টোয় মূল সমাধির উদ্বোধন করা হবে । প্রতি বছর মুঘল সম্রাট শাহজাহানের তিনদিনের উরসের সময় তাজমহলের প্রবেশের সময় নির্ধারিত হয় । তাজমহলের জ্যেষ্ঠ সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, সম্রাট শাহজাহানের তিনদিনের উরসের প্রথম ও দ্বিতীয় দিন (মঙ্গল ও বুধবার) দুপুর ২টো থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।এএসআই এবং সিআইএসএফের আধিকারিকদের মতে, উরসের সময় অনেক সংখ্যক মানুষ তাজমহল পরিদর্শন করতে আসে। শুধু তাজমহলে আসা দেশি-বিদেশি পর্যটকরাই নয়, তীর্থযাত্রীদেরও যেন কষ্ট না হয় । এ জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.