পাসপোর্ট সূচকে আরও দুর্বল হল ভারত! শীর্ষে কোন দেশ

ODD বাংলা ডেস্ক: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারত ফের এক ধাপ নীচে নামল। ২০২৩-এর থেকে একধাপ পিছিয়ে গিয়ে ২০২৪ সালে তা দাঁড়াল ৮৫ নম্বরে। শক্তিশালী পাসপোর্ট সূচকের দিক থেকে ভারতের স্থান সৌদি আরব ও মলদ্বীপের নীচে অবস্থান করছে। বেসরকারি সংস্থা হেনলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্টের সূচক। ওই সূচকে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন, ফিনল্য়ান্ড ও দক্ষিণ কোরিয়া। অস্ট্রিয়া রয়েছে তৃতীয় স্থানে।২০২৩ সালে হেনলসে শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারতের স্থান ছিল ৮৪ নম্বরে। গত বছর ভারতীয়রা ৬০ দেশেই বিনা ভিসাতে প্রবেশ করতে পারতেন। আর বর্তমানে ৬২ দেশে ভারতীয় পাসপোর্টধারীরা বিনা ভিসাতে প্রবেশ করতে পারলেও সূচকে এক ধাপ পিছিয়ে গিয়েছে ভারত। ইরান, তাইল্যান্ড, মালয়েশিয়া ঘোষণা করেছে, ভারতীয় পাসপোর্টধারীদের সে দেশে প্রবেশের জন্য ভিসা লাগবে না। তারপেরও সূচকে পতন ভারতের। শক্তিশালী পাসপোর্ট সূচকের নিরিখে পাকিস্তানের স্থান ১০৬ নম্বরে। বাংলাদেশ আরও এক ধাপ পিছিয়ে রয়েছে। বাংলাদেশের স্থান ১০২ নম্বরে। অর্থাৎ এই দুই দেশের পাসপোর্ট অত্যন্ত দুর্বল। অন্য়দিকে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে মলদ্বীপের। তবুও মলদ্বীপের পাসপোর্ট ভারতের তুলনায় বেশি শক্তিশালী। মলদ্বীপের পাসপোর্টধারীরা পৃথিবীর ৯৬টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.