মোবাইল সহ হাতেনাতে ধরা পড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, বাতিল পরীক্ষা
ODD বাংলা ডেস্ক: পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকে পড়ার অভিযোগে এক ছাত্রীর ইংরেজি পরীক্ষা বাতিল করল কাউন্সিল। সোমবার ছিল উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠে। জানা গিয়েছে, ওই স্কুলে পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়ার সময় পরীক্ষকের নজরে আসে এক ছাত্রী তার পেন্সিল বক্সের মধ্যে মোবাইল নিয়ে এসেছে। বিষয়টি নজরে আসার পরেই ওই ছাত্রীর কাছ থেকে মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি এদিনের পরীক্ষা দেওয়া থেকে তাকে বিরত রাখা হয়। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পশ্চিম মেদিনীপুর জেলার যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি বলেন, 'খড়গপুরের একটি স্কুলে এক ছাত্রী মোবাইল নিয়ে ঢুকে পড়েছিল পরীক্ষা কেন্দ্রে। কাউন্সিলের নিয়ম অনুযায়ী তার এদিনের পরীক্ষা বাতিলের পাশাপাশি বাকি বিষয়ের পরীক্ষাতেও ওই ছাত্রীকে বসতে দেওয়া হবে না।' জানা গিয়েছে, গত তিনদিনে এখনও পর্যন্ত মোট চারজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল কর়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Post a Comment