চুরি যাচ্ছে আপনার আধারের নথি, কীভাবে রুখবেন , জানুন

ODD বাংলা ডেস্ক: আপনার আধার কার্ডে তথ্য একবার চুরি গেলেই হতে পারে বড় বিপদ। প্রতারকদের জালিয়াতির শিকার হয়ে ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই আগেভাগে সতর্ক হোন এই কাজ করে। Aadhaar কার্ড লক/আনলক করতে ব্যবহার করুন mAadhaar অ্যাপ। এই অ্যাপ ব্যবহার না করলে https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock -এ মাধ্যমেও সমস্যার সমাধান করতে পারবেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে, এই পরিষেবার জন্য আপনার VID বা ভার্চুয়াল আধার আইডি থাকা বাধ্যতামূলক৷ mAadhaar অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক্স লক করুন এইভাবে 
১ mAadhaar অ্যাপ খুলুন ও ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন 
২ প্রোফাইলে ক্লিক করুন 
৩ অ্যাপের ওপরে ডানদিকের মেনু বিকল্পে ট্যাপ করুন 
৪ 'বায়োমেট্রিক সেটিংস' এ ক্লিক করুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.