ম্যাট্রিমনি সাইটে ফাঁদ! বিয়ে করতে টিভি সঞ্চালককে অপহরণ যুবতীর

ODD বাংলা ডেস্ক: ম্যাট্রিমনিয়াল সাইটে ফাঁদে পড়ে রাতারাতি অপহৃত হয়ে গেলেন টিভি চ্যানেলের সঞ্চালক। কাণ্ড ঘটিয়েছেন একজন ব্যবসায়ী যুবতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।  অভিযোগ, ওই সঞ্চালককে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘স্টক’ করছিল যুবতী। ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে পরিচয় করার পর ওই সঞ্চালকের সঙ্গে দেখা করেন তিনি। নজরদারি রাখতে ওই সঞ্চালকের গাড়িতে জিপিএস ট্রাকিং ডিভাইসও বসান। টিভি মিউজিক চ্যানেলের এক অ্যাঙ্কর বা সঞ্চালককে অপহরণ করেন বছর একত্রিশের এক যুবতী। জানা গিয়েছে, ডিজিটাল মার্কেটিং-র ব্যবসা রয়েছে ওই যুবতীর। একটি ম্যাট্রিমনিয়াল সাইটেই তিনি প্রথম ওই সঞ্চালককে দেখেন। তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। প্রায় দুই বছর ধরে কথাবার্তা হয় তাদের মধ্যে। এরপরে একদিন যুবতী বুঝতে পারেন যে যার সঙ্গে কথা বলছেন তিনি ওই সঞ্চালক নন। বরং তাঁর ছবি ব্যবহার করে অন্য কেউ কথা বলছিলেন। এরপরে ওই যুবতী বিভিন্ন প্রোফাইল ঘেঁটে ওই সঞ্চালকের আসল নম্বর খুঁজে বের করেন। তাঁকে মেসেজ করে জানান যে অচেনা এক ব্যক্তি তাঁর ছবি ব্যবহার করে ম্যাট্রিমনিয়াল সাইটে অ্যাকাউন্ট চালাচ্ছে। সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগও জানান ওই অ্যাঙ্কর। এইসবের পরও কিন্তু ওই যুবতী থামেননি। টিভির সঞ্চালককে টানা মেসেজ করতে থাকেন। বাধ্য হয়েই অ্যাঙ্কর যুবতীর নম্বর ব্লক করে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.