টাঙ্গাইল ভারতের- দাবি করেও পোস্ট ডিলিট করল মোদী সরকার
ODD বাংলা ডেস্ক: জনপ্রিয় টাঙ্গাইল শাড়ির উৎপত্তি পশ্চিমবঙ্গে। সম্প্রতি এমনটা দাবি করে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি পোস্ট করে ভারতের সংস্কৃতি মন্ত্রক। মুহূর্তের মধ্যেই এই পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মোদী সরকারের এই একটি দাবিতে অগ্নিশর্মা হয়ে ওঠেন বাংলাদেশিরা।গত ১ ফেব্রুয়ারির পর থেকে নেটিজেনদের মধ্যে চর্চার মূল উপাদান হয়ে ওঠে এই টাঙ্গাইল শাড়ি। বাংলাদেশি এবং ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ব্যবহাকারীরা একে অপরের সঙ্গে ফেসবুক ওয়ালে বচসায় জড়িয়ে পড়ে। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির উৎপত্তিস্থল বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। এমনটাই সর্বজনবিদিত। ফলে ভারতের সংস্কৃতি মন্ত্রকের দাবি ঘিরে ক্ষোভ উগরে দেন বাংলাদেশিরা।উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ভারতের সংস্কৃতি মন্ত্রকের করা পোস্টে লেখা হয়, 'টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গে উৎপত্তি হওয়া এক ঐতিহ্যশালী, হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্রময় রং এবং সবক্ষ্ম জামদানি কাজ জগৎবিখ্যাত। এটি পশ্চিমবাংলার ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক। দক্ষ কারিগরদের হাতে তৈরি টাঙ্গাইলের প্রতিটি শাড়ি ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধনকে ফুটিয়ে তোলে।'
Post a Comment