Kiss Day: জানেন চুমু কত রকমের হয়

ODD বাংলা ডেস্ক: প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এই দিনটি পালন শুরু হয় বলে মনে করেন অনেক। কিন্তু চুমু মানেই কি একরকম? নাকি তারও প্রকার ভেদ আছে? জেনে নিন।
French Kiss: নামটির সঙ্গে অনেকেই পরিচিত। ঠোঁটে ঠোঁট রেখে অন্তরঙ্গ এবং আবেগঘন চুমু। এই সময়ে পরস্পরের জিভও ছুঁয়ে থাকে। 
Single Lip Kiss: নাম থেকেই বোঝা যায়, সঙ্গীর শুধুমাত্র একটি ঠোঁটে চুমু।
American Kiss: এটিও French Kiss-এর মতোই। কিন্তু এখানে শুধুমাত্র পরস্পরের ঠোঁট ছুঁয়ে থাকবে। জিভের স্পর্শ হবে না। 
Lizzy Kiss: এটি খুবই ঘনিষ্ঠ চুম্বন। এক্ষেত্রে ঠোঁটের স্পর্শই হবে না। শুধু পরস্পরের জিভের স্পর্শ হবে। 
Nibble Kiss: সঙ্গীর নীচের ঠোঁটে চুমু খাওয়া এবং সেখানে অল্প কামড় বসানো হল এই চুমুর বৈশিষ্ট্য। 
Lip Gloss Kiss: চুমুক সময়ে সঙ্গীর ঠোঁট এমনভাবে ভিজিয়ে দেওয়া, যাতে মনে হয় তিনি লিপ গ্লস ব্যবহার করেছেন। 
Spiderman Kiss: স্পাইডারম্যান সিনেমাটি থেকেই নামটির উৎস। পরস্পরের মাথা উলটো দিকে রেখে এই চুমু খাওয়া হয়। 
Sugar Kiss: পরস্পরের ঠোঁটে চিনি মাখিয়ে চুমু খাওয়ার রীতি এই পদ্ধতিতে। 
Drink Kiss: মুখে যে কোনও একটি পানীয় রাখা। এবং তার পরে সেই পানীয় চুমু খাওয়ার সময়ে সঙ্গী মুখে ঢেলে দেওয়া। 
Underwater Kiss: জলের নীচে স্নানরত অবস্থায় চুম্বন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.