শুক্রবার বাড়বে বৃষ্টি! বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি

ODD বাংলা ডেস্ক: ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির ভ্রুকুটি। বৃহস্পতিবার একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। শুক্রবারও একই পরিস্থিতি থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। শীতও কার্যত উধাও হয়ে গিয়েছে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। শুক্রবার দিনভর মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙে। তুষারপাতের সম্ভাবনা সিকিম ও দার্জিলিঙে। কলকাতায় বৃহস্পতিবারও একাধিক জায়গায় বৃষ্টিপাত হয়। শুক্রবারও একই পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। দক্ষিণবঙ্গে বাড়ছে পুবালি হাওয়ার প্রভাব। শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায়। শুক্রবার সকাল থেকেই আকাশ থাকবে কুয়াশাছন্ন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। দক্ষিণবঙ্গের সাত জেলাতে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে শুক্রবার। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.