মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের দিন ঘোষণা?

ODD বাংলা ডেস্ক: মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের দিন ঘোষণা? সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ১০ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনও হয়নি। তবে প্রত্যেকটি রাজনৈতিক দল, নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। যুযুধান দলগুলির নির্বাচনী রণকৌশল কী হবে - তা নিয়েও চলছে চর্চা। এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মার্চ মাসের প্রথম সপ্তাহেই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। শুধু তাই নয় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর। এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যা খবর, সেই অনুপাতে মার্চ মাসের ১০ তারিখের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.