প্রসাদ খেয়ে অসুস্থ ৩০০, রাস্তায় শুইয়েই দেওয়া হল স্যালাইন

ODD বাংলা ডেস্ক: ধর্মীয় এক অনুষ্ঠানে প্রসাদ খেয়ে অসুস্থ তিন শতাধিক, যাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। মঙ্গলবার মহারাষ্ট্রের বুলধানার ঘটনা। সেখানে এক সপ্তাহ ধরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। মঙ্গলবার ছিল শেষদিন, সেদিনই প্রসাদ বিতরণ করা হয়। আর সেই প্রসাদ খেয়েই শ'তিনেক লোক অসুস্থ হয়ে পড়েন বলে খবর। সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থতা বলে মনে করা হচ্ছে।অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া গেলেও পর্যাপ্ত বেড পাওয়া যায়নি। তাই হাসপাতালের বাইরের রাস্তায় রোগীদের শুইয়ে, গাছে দড়ি টাঙিয়ে তা থেকে স্যালাইনের বোতল ঝোলানোর ব্যবস্থা করা হয়। সেই ছবি ভাইরাল হয়েছে। বুলধানার জেলাশাসক কিরণ পাতিল জানান, ডক্টরদের একটি টিম চিকিৎসা চালাচ্ছেন। অ্যাম্বুল্যান্সও তৈরি রাখা হয়েছে। ৩০ জনের অবস্থা সঙ্কটজনক বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.