পুরীর মন্দিরের গর্ভগৃহের সামনে বমি অসুস্থ ভক্তের! দর্শন বন্ধ রেখে জগন্নাথদেবের মহাস্নান
ODD বাংলা ডেস্ক: রবিবার আচমকাই দর্শন বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দিরে। জানা গিয়েছে, গর্ভগৃহ চত্বরে দর্শন চলাকালীন এক পুণ্যার্থী বমি করে ফেলেন। দ্রুত অসুস্থ ওই ভক্তকে বের করে নিয়ে যাওয়া হয়। আর তারপর শুরু হয় জগন্নাথধামের শুদ্ধিকরণ। রবিবার ভক্তদের দর্শন মাঝপথে বন্ধ রেখে গর্ভগৃহ পরিষ্কার করা হয়। একইসঙ্গে মহাস্নান করানো হয় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে পুরীতে। সূত্রের খবর, রবিবার গোটা দিন ধরেই ভক্তদের ভিড় উপচে পড়েছিল জগন্নাথধামে। শনি-রবিতে মাত্রতিরিক্ত দর্শনার্থী পৌঁছন জগন্নাথদেবের আশীর্বাদ নিতে। আর সেই ভিড়ের মধ্যেই অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করতে শুরু করেন এক ভক্ত। সামলাতে না পেরে দর্শনের মাঝে গর্ভগৃহের সামনে জয় বিজয় দ্বারের চৌকাঠে তিনি বমি করে ফেলেন। এরপরই বেশ কিছুক্ষণ ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয় পুরীর জগন্নাথধামের দরজা। এরপর রীতি এবং ঐতিহ্য মেনে মন্দিরের গর্ভগৃহ সহ গোটা চত্বর ধোয়া হয়। এরপর বিকেল ৪টে বেজে ৪০ মিনিট নাগাদ মহাস্নান পর্ব শুরু হয় জগন্নাথধামে। স্যানিটাইজ করা হয় গর্ভগৃহ এবং জয় বিজয় দ্বারের চৌকাঠ। ব্লিচিং পাওডার ছড়ানো হয় মন্দিরের ভিতর। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই মহাস্নান এবং পরিষ্কার পর্ব।
Post a Comment