সরকারি অফিসারদের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, দিলেন চরম হুঁশিয়ারি
ODD বাংলা ডেস্ক: সরকারি অফিসারদের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য়মন্ত্রী। নিয়োগ থেকে রেশন, গরু থেকে কয়লা, একের পর এক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে শাসক দল। এরই মধ্যেই বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে সন্দেশখালি। যেখানে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা। এই অবস্থায় বৃহস্পতিবার সরকারি অফিসারদের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার এক বৈঠকে তিনি বলেন, কিছু অফিসারের অসহযোগিতার জন্য সরকারের মুখ পুড়বে কেন? এসব বরদাস্ত করব না। দরকার হলে, ২ বছরের বেশি কোনও পোস্টে রাখব না। এভাবে চলতে পারে না। সন্দেশখালিকাণ্ডকে হাতিয়ার করে, তৃণমূল সরকারকে আদিবাসী-বিরোধী বলে আক্রমণ করেছে বিরোধীরা। এই আবহে আদিবাসীদের নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, বৈঠকে তিনি বলেন, সরকার আদিবাসীদের পাশে আছেন। সব রকম সাহায্য করতে, সরকার সব সময় পাশে থাকবে। জাতিগত সার্টিফিকেট পেতে কোনও অসুবিধা হলেও তিনি জানাতে বলেন।
Post a Comment