সন্দেশখালি নিয়ে বড় হুঙ্কার মমতার!
ODD বাংলা ডেস্ক: বিরোধীদের নজরে সন্দেশখালি। বাম আমলের সিঙ্গুর, নন্দীগ্রামের ঘটনার সঙ্গে সন্দেশখালির তুলনা করতে মরিয়া বিরোধীরা। বাম শাসনের সময় সিঙ্গুর, নন্দীগ্রামে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনে ভর করেই ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয় ২০১১ সালে। এরপর মুখ্যমন্ত্রীর পদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বৈরাচারের তির মমতা সরকারের দিকে।গত প্রায় দু’মাস ধরে উত্তপ্ত সন্দেশখালি। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি লুঠ, মহিলাদের সম্মানহানির বিরুদ্ধে লাঠি, ঝাঁটা হতে সরব গ্রামের মা-বোনেরা। এই আবহেই বুধবার বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব ভান্ডার? সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর। এক এক জায়গার এক একটা জায়গার আলাদা আলাদা চেহারা মনে রাখবেন, একটার সঙ্গে আর একটার তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। আশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। কোথাও রক্ত ঝরুক আমি চাই না।’
Post a Comment