গঙ্গার নীচে কবে চালু মেট্রো?
ODD বাংলা ডেস্ক: দেশে প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো সফর। ইতিহাস গড়েছে কলকাতা। জানা যাচ্ছে, আগামী মার্চ মাসে কলকাতায় এসে তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তুঙ্গে তৎপরতা। সূত্রের খবর, ইতিমধ্যেই ৬ মার্চের জন্য শুরু হয়েছে প্রস্তুতি। হাওড়া ময়দান থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট রুটের সমস্ত স্টেশন পরিদর্শন করা হচ্ছে। যাবে কোনও বিষয়ে সামান্যতম খামতিও না থাকে, সেই দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। সূত্রের খবর, ইতিমধ্যেই কমিশনার অব রেলওয়ে সেফটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এই রুটে মেট্রো চালু করার জন্য ছাড়পত্র দিয়েছে। এছাড়াও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যে মেট্রো রুটটি রয়েছে তাও এক বছর ধরে তৈরি হয়ে রয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে এই রুটটিতে মেট্রো যাতায়াতের জন্য দেওয়া হয় অনুমতি। পাশাপাশি তারাতলা থেকে মাঝেরহাট যে স্টেশন সম্প্রসারিত হয়েছিল তা চালু করার জন্য এর আগেই পাওয়া গিয়েছিল সবুজ সংকেত। এই তিনটি রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টেশনগুলি ভালো করে পরিদর্শন করে দেখা হচ্ছে। সূত্রের খবর, ৬ মার্চ বারাসতে একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এসপ্ল্যানেড মেট্রোতে পৌঁছবেন। তারপর সেখান থেকে মেট্রোয় করে গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দানে যাবেন।
Post a Comment