চিকিৎসাতেও দুর্নীতি! রক্ত পরীক্ষা করিয়েছে ৬৫ হাজার ‘ভূত’!
ODD বাংলা ডেস্ক: শিক্ষা-দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতির পর এবার চিকিৎসা ক্ষেত্রেও মিলল দুর্নীতির খোঁজ। দিল্লি সরকার পরিচালিত মহল্লা ক্লিনিকের আর্থিক হিসাবেই মিলল ব্যাপক দুর্নীতির হদিস। দেখা গেল, ২০২৩ সালে ১১ মাসে মহল্লা ক্লিনিকের অধীনে বিভিন্ন প্রাইভেট ল্যাবরেটরি থেকে রক্ত পরীক্ষা করিয়েছেন ৬৫ হাজার রোগী, যাদের বাস্তবে কোনও অস্তিত্বই নেই। এই ভূত রোগীদের মাধ্যমেই বিপুল আর্থিক তছরুপ হয়েছে। শনিবার অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চের প্রাথমিক তদন্তেই উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য।তদন্তে জানা গিয়েছে, দিল্লির দুটি প্রাইভেট ল্যাবরেটরিতে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ২২ লক্ষ প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৫ হাজার রোগীর তথ্যই ভুয়ো। এদিকে, এই পরীক্ষা করার জন্য রাজ্য সরকারের তরফে ৪.৬৩ কোটি টাকা খরচ করা হয়েছে।সম্প্রতিই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা মহাল্লা ক্লিনিকে রক্ত পরীক্ষায় বেনিয়মের তদন্ত করার জন্য সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এরপরই অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চকে তদন্তভার দেওয়া হয়।
Post a Comment