মেরে ফেলা হতে পারে সুকান্ত মজুমদারকে!
ODD বাংলা ডেস্ক: পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখানোর সময়েই ধাক্কাধাক্কিতে পড়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুরু হয় শ্বাসকষ্ট। অভিযোগ, তারপরেও নিজের গাড়িতে সুকান্তকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। দীর্ঘ সময় টাকিতেই আটকে ছিলেন সুকান্ত। শেষে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু, সেখানেও চূড়ান্ত অব্যবস্থা ছিল বলে অভিযোগ বিজেপির। এমনকী কলকাতায় বেসরকারি হাসপাতালে আনার পথেও বারবার গাড়ি ঘুরপথে ঘোরানো হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, সবটাই মেরে ফেলার চক্রান্ত। সজল ঘোষ সাফ বলেন, সাফ বললেন, “মেরে ফেলার চক্রান্ত। মরে গেলে বাঁচি, সরকারের এরকম একটা ধারণা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রার্থনা করছেন। কিন্তু, কার কাছে করছেন, সেটা আমি জানি না। সেই জন্য এত ঘুরিয়ে ঘুরিয়ে আনা হয়েছে। নাকি রাস্তাতেও ১৪৪ ধারা? লজ্জা, লজ্জা, লজ্জা। গাড়িতে ওঠার জন্য কেউ তাঁকে গ্রেফতার করলেও করতে পারে। কিন্তু, তাই বলে গাড়িটা চালিয়ে দিল? এতো ইংরেজ জমানায় হত। এতো প্রায় সেরকম।” সজলের দাবি, “মেরে ফেলার চক্রান্ত তো পরিষ্কার। এরা তো সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইছিল। আমরা নিশ্চিত ছিলাম ওখানে গেলে সুকান্তদা আর দু’পায়ে হেঁটে বের হবেন না।”
Post a Comment