ডুবুরীর বেশে দ্বারকায় মোদী, জলের তলায় রেখে এলেন ময়ুরের পালক
ODD বাংলা ডেস্ক: রবিবার অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাঞ্চকুনি সমুদ্র সৈকতে ডুবন্ত দ্বারকা নগরীর দর্শন করলেন নমো। কৃষ্ণভূমে গিয়ে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতার কথাও শোনা গেল তাঁর গলায়। রবিবার দিনভর গুজরাতে বিভিন্ন কর্মসূচি ছিল মোদীর। গুজরাত সফরের প্রথম দিনের শুরুতেই ভেট দ্বারকায় ‘সুর্দশন সেতু’র উদ্বোধন করেন। এটিই দেশের দীর্ঘতম কেবল সেতু। তার পর সেখান থেকেই সোজা চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে। পাঞ্চকুনি সমুদ্র সৈকতে পৌঁছেই স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন করলেন মোদী। দ্বারকা সবসময়ই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। দ্বারকার যে প্রাগৈতিহাসিক শহর আরব সাগরের তলায় তলিয়ে গিয়েছিল, রবিবার মোদী সেই শহর দর্শন করেন। জলের নীচে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও সারেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী লেখেন, ‘‘জলের তলায় ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল। আধ্যাত্মিক অনুভূতি হল। শাশ্বত ভক্তি এবং প্রাচীন যুগের সঙ্গে সংস্পর্শে আসার অভিজ্ঞতা কখনও ভুলব না।’’ মন্দির দর্শনের সময় তিনি কী কী করেছেন তার বর্ণনাও করেছেন প্রধানমন্ত্রী। মোদী জানান, রবিবার তিনি সঙ্গে করে ময়ূরের পালক নিয়ে গিয়েছিলেন। সেই পালক ‘শ্রীকৃষ্ণের চরণ’-এ রেখে এসেছেন। স্কুবা ডাইভিংয়ের কিছু ছবি মোদী পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
Post a Comment