নারী দিবসেই বারাসতে মোদী, মঞ্চে সন্দেশখালির নির্যাতিতারা? জোর জল্পনা
ODD বাংলা ডেস্ক: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এর মধ্যে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক সফর। পরপর তিন দিন রাজ্যে আসছেন তিনি। এর মধ্যে বারাসতের সভার দিকে বিশেষ নজর। মোদীর সফরসূচি বদল করা হল বলে জানা যাচ্ছে। আগামী ৬ মার্চের বদলে ৮ মার্চ বারাসতের সভায় যোগ দিতে পারেন তিনি।প্রসঙ্গত উল্লেখ্য, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনটিকেই মোদীর সভার দিন হিসেবে ধার্য করা হয়েছে। এর মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বারাসতের সভায় সন্দেশখালির নির্যাতিত মহিলাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। স্বাভাবিকভাবেই, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলতেই এই দিনটিকে মোদীর জনসভার জন্য বেছে নেওয়া হল বলেই মনে করা হচ্ছে। বিজেপি যে এই সন্দেশখালি ইস্যুটিকে আগামী লোকসভা নির্বাচনের অন্যতম হাতিয়ার করতে চাইছে সে কথা বলাইবাহুল্য।
Post a Comment