গগনযান মিশনের ৪ মহাকাশচারী কারা, নাম প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ODD বাংলা ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে আরও এক পালক যোগ হওয়া কেবল সময়ের অপেক্ষা। ইসরোর গগনযান মিশন নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। এই মিশনের মাধ্যমেই ভারত প্রথমবার মহাকাশ পাঠাবে চার নভোশ্চরকে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে প্রথমমনুষ্যবাহী মহাকাশ অভিযান গগনযান ঘোষণা করার পর থেকেই সম্ভাব্য মহাকাশচারীদের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে একাধিক। কাদেরকে 'আল্টিমেটলি' বেছে নেওয়া হবে, তালিকায় কারা কারা থাকবে তা জানার আগ্রহও প্রবল। এবার প্রকাশ্যে এল চার মহাকাশচারীর নাম। প্রথম ব্যাচের ওই চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চার মহাকাশচারীর গগনযান মিশনে অংশ নিতে চলেছেন। যে চার মহাকাশচারীকে নির্বাচিত করা হয়েছে তাঁরা সবাই উইং কমান্ডার বা গ্রুপ ক্যাপ্টেন। চার মহাকাশচারী হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন অজিথ কৃষ্ণান, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, উইং কমান্ডার শুভাংশু শুক্লা। গগনযান মিশনে অংশ নেওয়ার জন্য বহুজন আবেদন করেছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে তাঁদের মধ্যে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম ধাপে সফল হয়েছিল ১২ জন নভোশ্চর। এই বাছাই পর্ব চালায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) অধীনে ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন (IAM) বেশ কয়েকটি রাউন্ডের পর IAM ও ISRO চারজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.