কুকুরের প্লেট থেকে বিস্কুট! বিজেপির নিন্দার ঝড়ে মুখ খুললেন রাহুল

ODD বাংলা ডেস্ক: কুকুরকে খেতে দেওয়া হয়েছিল কয়েকটি বিস্কুট। তবে একটি বিস্কুট কুকুরটি খেতে না চাওয়ায় তা নিজের হাতে করে এক কংগ্রেস কর্মীর হাতে তুলে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিযোগ, কুকুরের প্রত্যাখ্যাত সেই বিস্কুট তিনি খেতে দিয়েছেন নিজেরই দলের এক কর্মীকে। সোমবার রাতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। যা নিয়ে মঙ্গলবার থেকেই জাতীয় রাজনীতিতে তোলপাড়। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। সমালোচনায় নেটদুনিয়ায়। বিষয়টি নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ। বিতর্কিত ভিডিয়োর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, 'যখন কুকুরটি আমার কাছে আনা হয় তখন সে ভয় কাঁপছিল। বিস্কুট খেতে চাইছিল না। তাই তাকে খেতে দেওয়া বিস্কুটটি আমি তুলে দিই তার মালিকের হাতে। মালিক বিস্কুটটি দিলে কুকুরটি তা খায়। বিষয়টি নিয়ে এত ইস্যু করার প্রয়োজন রয়েছে কি? এতে কী সমস্যা? কুকুরগুলো কী ক্ষতি করেছে বিজেপির?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.