সরস্বতী পুজোয় ভাসবে কলকাতা! রাজ্যের ১৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১১টি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক আবহাওয়া থাকবে।  উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে মঙ্গলবার? সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হবে। বাকি সাতটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর) আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। সেদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.